শাবির তৃতীয় সমাবর্তনে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৯ জন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

শাবির তৃতীয় সমাবর্তনে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৯ জন

শাবি সংবাদদাতা:
একাডেমিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতিস্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে বিভিন্ন ফ্যাকাল্টির ও অধিভুক্ত কলেজসমূহের ৮৯ শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

একযুগ পর তৃতীয় সমাবর্তন আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময় স্বল্পতার কারণে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পর দিন ৯ জানুয়ারি দেয়া হবে। সমাবর্তনের দিন শুধু রাষ্ট্রপতি পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ৯৯তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন অনুষদে ফলের ভিত্তিতে ৮৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তবে সমাবর্তনের দিন সময় স্বল্পতার কারণে অ্যাওয়ার্ড তুলে দেয়া সম্ভব হচ্ছে না। আমরা সমাবর্তনের পরের দিন (৯ জানুয়ারি) একটি অনুষ্ঠানের আয়োজন করে এ অ্যাওয়ার্ড তুলে দেব।’ এ সময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

স্নাতক পর্যায়ে ৫৬ শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারা হলেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অধীনে গণিত বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা, পদার্থবিজ্ঞান বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের অনক সমদ্দার, একই বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, একই বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের পঙ্কজ কুমার দাস, একই বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মাছুরা বেগম, একই বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের জাসের আহমেদ, গণিত বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের বিলাল উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের রবি কর্মকার ও পরিসংখ্যান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল কাইসার মনোনীত হয়েছেন।

অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের অধীনে ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের মো. পারভেজ রানা, ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মো. সুমন রেজা, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ফারজানা ফেরদৌস, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. আনোয়ার হুসাইন, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এসএম লাভলী আখতার এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সখিনা আক্তার মনোনীত হয়েছেন।

অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন, একই বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের সাদিয়া সুলতানা, একই বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মো. আক্তার হোসাইন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মো. মনির হোসেন, একই বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের মুক্তা রয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের কবির আহমেদ চৌধুরী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মো. সিফাত তানভীর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সৌরভ চৌধুরী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান নাহিদ মনোনীত হয়েছেন।

সোশ্যাল সায়েন্সেস অনুষদের অধীনে অর্থনীতি বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেজবাহুল গোলাম আহমেদ, ২০০৩-০৪ শিক্ষাবর্ষের রেদওয়ান আহমেদ, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মো. গিয়াস উদ্দিন, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের নওশীন চৌধুরী, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অমিত রায়, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রাজেষ কুমার দেব, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপান্বিতা বড়াই ও ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া সুলতানা তান্বি মনোনীত হয়েছেন।

ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা চৌধুরী, ২০০২-০৩ শিক্ষাবর্ষের মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সিরাজুদ্দীন তপাদার, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের স্বরূপ সাহা, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের আক্তার উদ্দিন তফাদার, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের খন্দকার রেজওয়ান তানভীর, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের উম্মেহানি আক্তার, ২০০৯-১০ শিক্ষাবর্ষের মাহমুদা আক্তার ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিনা রহমান লুবনা মনোনীত হয়েছেন।

লাইফ সায়েন্সেস অনুষদের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাবেদ ফয়সাল, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিমরিকা থাপা, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের জিএম নুরনবী আজাদ জুয়েল, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সাবরিনা সুহানি ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেনিফার কাইয়্যুম অমি মনোনীত হয়েছেন।

মেডিক্যাল সায়েন্সেস অনুষদের অধীনে নর্থ-ইস্টি মেডিক্যাল কলেজের ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসমিন আক্তার, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মো. শামস্ আনোয়ার, নর্থ-ইস্টি মেডিক্যাল কলেজের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মো. আহসানুল হক, সিলেট এমএজি উসমানি মেডিকেল কলেজের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সাবিন থাপালিয়া, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইশরাত তাহসীন ইশা, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সুশমিতা রায়, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সেজুতী দে, নর্থ-ইস্টি মেডিক্যাল কলেজের ২০০৯-১০ শিক্ষাবর্ষের রমিলা মহৎ ও সিলেট এমএজি উসমানি মেডিকেল কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীলিমা ইয়াসমিন মনোনীত হয়েছেন।

অপরদিকে, স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদের ৩৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অধীনে রসায়ন বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সুবর্ণা সরকার রূপা, একই বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এইচএম বুরহানুল আলম, একই বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অনক সমদ্দার, একই বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. তোফাজ্জল হোসেন ভুঁইয়া, রসায়ন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মো. সাইফুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের পঙ্কজ কুমার দাস ও পরিসংখ্যান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মনোনীত হয়েছেন।

অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের অধীনে ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল হালিম, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদা শারমিন, ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ দাস ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সন্তোষ কুমার দেব মনোনীত হয়েছেন।

সোশ্যাল সায়েন্সেস অনুষদের অধীনে অর্থনীতি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একেএম নুরুল হোসাইন, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির উদ্দিন আহমেদ, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের আমেনা চৌধুরী, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিতাংশু শেখর রায়, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রেদওয়ান আহমেদ, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মো. শরীফ উদ্দিন, ২০০৯-১০ শিক্ষাবর্ষের নওশীন চৌধুরী ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত রায় মনোনীত হয়েছেন।

ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ খালেদ রহমান, ২০০৩-০৪ শিক্ষাবর্ষের সাকুফা চৌধুরী, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের তাহসিনা হক শিমু, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের নুর ইসলাম মো. সাকিব, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. মাজহারুল ইসলাম, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মুমতাহিনা তাজকিরা, ২০০৯-১০ শিক্ষাবর্ষের ফাতেমা ফারজানান হানি ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহদিনা কবির তামান্না মনোনীত হয়েছেন।

এ ছাড়া লাইফ সায়েন্সেস অনুষদের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাবেদ ফয়সাল, ২০০৯-১০ শিক্ষাবর্ষের মো. হযরত আলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান সোহাগ মনোনীত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল