এসওসিবি রির্টায়াড এসোসিয়েশন সিলেট এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

এসওসিবি রির্টায়াড এসোসিয়েশন সিলেট এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
এসওসিবি (স্টেইট অউন কর্মাসিয়াল ব্যাংক) রির্টায়াড এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৪ জানুয়ারী শনিবার সন্ধায় নগরীর শারদা হল প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এসওসিবি এর নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি রূপালী ব্যাংকের সাবেক জিএম আব্দুল মতিন, সহ সভাপতি জনতা ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সেক্রেটারী অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম আজিজুল হক, রূপালী ব্যাংকের সাবেক এজিএম আলী আহমদ, জনতা ব্যাংকের পিও কৃপেশ রঞ্জন দাশ, সোনালী ব্যাংকের পিও কমলেশ পুরকায়স্ত, রূপালী ব্যাংকের পিও জুনেদ আহমদ চৌধুরী, জনতা ব্যাংকের পিও এসএম আব্দুল হাই পীর, অগ্রণী ব্যাংকের এসপিও নুরুল হুদা, সোনালী ব্যাংকের এসপিও কামাল মিয়া, জনতা ব্যাংকের আব্দুল ওয়াদুদ, অগ্রণী ব্যাংকের এসও নিত্যানন্দ চন্দ্র প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল