ঢাবি ছাত্রী ধর্ষণ: অপরাধী একজন, তাকে ধরার চেষ্টা চলছে

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ঢাবি ছাত্রী ধর্ষণ: অপরাধী একজন, তাকে ধরার চেষ্টা চলছে

নিউজ ডেস্ক:
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আসামিকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার সুদীপ্ত কুমার চক্রবর্তী। ঘটনায় অভিযুক্ত একজন বলে জানিয়েছেন তিনি।সোমবার (৬ জানুয়ারি) দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবের পাশের রাস্তায় সাংবাদিকদের তিনি একথা বলেন। সুদীপ্ত কুমার চক্রবর্তী বলেন, আমরা ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের চেষ্টা করছি। অপরাধীকে খুঁজে বের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

আলামত হিসেবে ভিকটিমের একটি ঘড়ি, দু’টি ইনহেলার, একজোড়া জুতা, বইসহ আরও কিছু জিনিস সিআইডি সংগ্রহ করেছে। তারা পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে। তিনি জানান, ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে অভিযুক্ত একজন। উপ-কমিশনার আরও জানান, এই এলাকাটি ব্যস্ত এলাকা। এখানে সাধারণত সবাই রানিংয়ে থাকেন। জায়গাটি নির্জন হওয়ায় এ ঘটনা ঘটাতে সাহস পেয়েছে অপরাধী। এ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তিন ভাগে অপরাধীকে ধরার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা প্রযুক্তি ও ম্যানুয়ালি কাজ করছি। সিআইডি এখনও আলামত সংগ্রহ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল