হাওড় উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

হাওড় উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সিলেটের দিনকাল ডেস্ক:

হাওড়ের বিভিন্ন উন্নয়নে আজ ৬ জানুয়ারী সোমবার দুপুর ১২টায় সময় হাওড় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে ১২ দফাদাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আসলাম উদ্দিন এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে হাওড় উন্নয়ন মন্ত্রনালয় গঠন ২৮ ফেবে্রুয়ারীর মধ্যে সকল বাধের সম্পন্ন করতে হবে। হাওড় বাধের টাকা আত্নাসাৎ কারীদের অবিলম্বে দৃষ্ঠান্ন মূলক শাস্তি বিনা সুদু ও শর্তে কৃষি ঋণ প্রদান, হাওড়ের উন্নয়নের রোড ম্যাপ কর্মসূচী ঘোষণা। নদী-নালা, খাল, বিল খননের মাধ্যমে নদীর নব্রতা ফিরে আনা। একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওড় উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা ও সিলেট জেলা বারের এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম, সভাপতি মনোরঞ্জন তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুরঞ্জিত বর্মণ, সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, জাহাঙ্গীর আলম, স্বপণ বর্মণ, আশিকুর রহমান রব্বানী, মো. ইউসুফ সেলু, বদরুল আলম, বাদল পুরকাস্থ, জুয়েল আহমদ, আপ্তাবুল ইসলাম জবর, ননী গোপাল বর্মণ, আলী হোসেন আলীম, মামুন চৌধুরী, ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল