২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না বাংলাদেশ। কিন্তু কেন? যুক্তিসহকারে বিসিবির কাছে এর ব্যাখ্যা চেয়েছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে পাকিস্তানে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে দেশটিতে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বস্ত্র সূত্র জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফ এবং কয়েকজন তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজ খেলতেও পাকিস্তানে যেতে চায় না। টেস্ট তো দূরে থাক। নিরাপত্তার কারণে সেখানে বেশিদিন থাকতে চায় না তারা। ফলে আসন্ন সিরিজটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এরই মাঝে খবর বের হয়েছে, একটি টেস্ট পাকিস্তানে এবং অপরটি ঢাকায় খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে তা প্রত্যাখ্যান করেছে পাক কর্তৃপক্ষ। এমতাবস্থায় বাংলাদেশের জন্য পাকিস্তান কেন নিরাপদ নয়, তা নিয়ে বিসিবির কাছে বিশদ জানতে চেয়েছে পিসিবি। তবে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক সাজ সাদিক জানিয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো যথার্থ ভাষ্য দেয়নি বিসিবি। কেন লাহোর-করাচিতে তাদের জাতীয় দল টেস্ট খেলবে না, সেই সম্পর্কে কিছুই জানায়নি তারা।
তথ্যসূত্র: পাকপ্যাশন ও টুইটার।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D