১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
সিলেট জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর ৫ দাবীর ২য় কর্মসূচী হিসেবে বুধবার দুপুর ১২টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সিলেট জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি সুন্দর আলী খানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি মানিক খান, আজাদ মিয়া সাধারন সম্পাদক , যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কোষাধ্যক্ষ মামুন রশিদ, দপ্তর সম্পাদক মাসুক মিয়া, কল্যাণ সম্পাদক আবুল খান, ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক খছরু মিয়া, সদস্য কাওছার আহমদ, শাহজাহান আহমদ, জুবের আলী, চুনু মিয়া, কুনু মিয়া, রাজা মিয়া, আমান ফারুকী, এম, বরকত আলী, কালাম মিয়া, আলতাব চৌধুরী, ফরিদ মিয়া, রফিক মিয়া, শাহ আলম সুরুক, আসকর আলী সহ উত্তর বিয়ানী বাজার, দক্ষিণ বিয়ানী বাজার, দুবাগ শাখা, গড়াইল বাজার, মোকাম রোড, বিয়ানী বাজার কলেজ রোড, ঢাকা দক্ষিণ, ভাদেশ্বর শাখার, আম্বরখানা, শালুটিকর শাখা, টিলাগড় শাখা, বালুচর শাখা, মুক্তিযোদ্ধা শাখা, বাদাঘাট ত্রিমূখী শাকর, মৌলভীবাজার লাইন শাখা, কদমতলী শাখা, তামাবিল শাখা, শাহী ঈদগাহ, নতুন রেল ষ্ট্যাশন, চন্ড্রিফুল, রেল গেইট, নর্থ ইষ্ট, গোয়ালাবাজার, পুরুকায়স্থ বাজার, তাজপুর, লালা বাজার, দয়ামির, নাজির বাজার, কমলগঞ্জ, কানাইঘাট উত্তর বাজার, দক্ষিণ বাজার, গাছবাড়ী শাখা, জকিগঞ্জ, কালীগঞ্জ শাখা সহ সিলেটের ১০৬টি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভপতির বক্তব্যে বলেন, আজ পুলিশী হয়রানে চালকরা অতিষ্ট। যত্রতত্র পুলিশ চেকপোষ্ট বসিয়ে আদায় করছে চাঁদা। যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে কাগজপত্র চেকের নামে হয়রানী করছে পুলিশ। নেতৃবৃন্দ সকল প্রকার পুলিশী হয়রানী বন্ধ করে মেট্রোপলিটন থানা এলাকা পর্যন্ত মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলের সুযোগ দান সহ আমাদের ৫ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। সভাপতি মানববন্ধন সফল করার জন্য সকল শাখার নেতৃবৃন্দ ও শ্রমিকভাইদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকভাইদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D