১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
নগরীর রায়নগর দর্জিপাড়াস্থ শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায় বাংলাদেশের প্রবীণ আলেম, মাসিক মদীনা সম্পাদক আল্লামা মুহি উদ্দিন খান (রাহ)’র স্মরণে আলোচনা সভায় বক্তারা বলেছেন বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মাহর সংশোধনে জন্য তার লিখনী খিদমাত ছিল প্রশংসনীয়।
মাওলানা মুহি উদ্দিন খান সমাজের সর্বস্থরের মানুষকে সকল মতবেদ ভুলিয়ে এক প্লাটফর্মে নিয়ে আসার জন্য আমরণ সংগ্রাম চালিয়ে গেছেন কলমের। তাঁর জীবনী সমাজের সকল মানুষের জন্য অনুকরণীয়। শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমির সভাপতিত্বে ও মাওলানা ফয়েজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহি উদ্দিন খানের বড় ছেলে, সাপ্তাহিক মুসলিম জাহানের সম্পাদক মোস্তফা মঈন উদ্দীন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসিক মদীনা সম্পাদক ড. আহমদ বদর উদ্দিন খান, মতুর্জা বশির উদ্দিন খান, মাওলানা মুহি উদ্দিন খান (রাহ)’র দৌহিত্র ব্যারিস্টার সালমান মোস্তফা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ পীর আতাউর রহমান, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামছাবাদী, মাওলানা আবদুল জলিল ইউসুফি, মাসিক মদীনার পয়গাম-পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম কবীর, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওমর ফারুক, অনলাইন সিলেট রিপোর্ট ডটকমের সম্পাদক রুহুল আমিন নগরী, যুব জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, হাফিজ মাওলানা আলী আহমদ, হাফেজ মাওলানা হাসান আহমদ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনন্দিত হাফেজে কুরআন জামেয়ার ছাত্র আবদুল্লাহ আল মাহফুজ।
পরিশেষে মাওলানা মুহি উদ্দীন খান (রাহ)’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা শামসুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D