বড়লেখায় ব্যস্ত সড়কের পাশ দখল করে অবৈধ বালুর রমরমা ব্যবসা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

বড়লেখায় ব্যস্ত সড়কের পাশ দখল করে অবৈধ বালুর রমরমা ব্যবসা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা-শাহবাজপুর ব্যস্ত সড়কের এক পাশ দখল করে দীর্ঘদিন থেকে চলছে অবৈধ বালুর ব্যবসা। ফলে এ পথ চলাচলকারি লোকজনকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থা বড়লেখা সরকারি কলেজ এলাকার সড়কেও। বড়লেখা উপজেলার সংরক্ষিত বিভিন্ন ছড়া, খালসহ প্রকৃতিক উৎস্য থেকে অবৈধভাবে এসব বালু আহরণ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ মিয়া ও সুরত আলীসহ কয়েকজন ব্যবসায়ী সড়কের পাশ দখল করে দীর্ঘদিন ধরে এভাবেই বালুর ব্যবসা চালিয়ে আসছেন। এতে সড়কের অর্ধেক অংশই বালুবোঝাই অবৈধ ট্রাকের দখলে থাকে। ফলে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে ভীষন সমস্যা দেখা দিয়েছে। ফলে এ সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এই সড়ক দিয়ে প্রতিদিন কলেজ, স্কুল-মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাওয়া আসা করেন। এতে শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার সরেজমিনে বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা সরকারি কলেজ এলাকার পশ্চিম পাশের বেশ কয়েকটি স্থানে সড়ক ঘেঁষে বালু রেখে বিক্রি করতে দেখা গেছে। স্থানীয় ফারুক আহমদ বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে থাকি। রাস্তার পাশ দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করা হচ্ছে। সারাদিন এখানে ট্রাক ও ট্রাক্টর বালুবোঝাই করতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে রাস্তাটি আরও ছোট হয়ে যায়। এতে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়কের পাশে বালু ব্যবসার বিষয়ে সিরাজ মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, আমরা গরীব মানুষ। এই ব্যবসা করে কোনো মতে পরিবার চালাই। জায়গা না থাকায় এখানে রাখি। গাড়িতে সহজে বালু উঠানো যায়। অন্য কোথাও জায়গা পেলে সরিয়ে ফেলব।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, কলেজ এলাকার সড়কের পাশে বালু রেখে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। যারা এসব ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।