টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিনিধি:
সিলেট সদর উপজেলার টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ আয়োজিত ৪র্থ বারের মতো ফুটবল টুর্নামেন্ট ২০২০শুরু হয়েছে। শুক্রবার বিকালে টুকেরবাজারে পশ্চিমের মাঠে টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক আবু ঈসা ও যুগ্ম আহবায়ক হাজী জালাল উদ্দীন এই দুই প্রবীণ মুরব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

পরিষদের সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা বাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুলমিয়া,৬নং টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত, বিশিষ্ট রাজনীতিবিদ নজির হোসেন, প্রথম পুরুস্কার দাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ইমাম উদ্দিন ও ব্যবসায়ী নুরুল হক।

মেম্বার এনাম হোসেন,গিয়াস উদ্দিন, আব্দুল মালেক, তরুন সমাজকর্মি নুরুল হক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সভাপতি ইবশা আহমেদ চৌধুরী, সদর উপজেলা যুবলীগ নেতা আলী হোসেন, মেম্বার শাহাব উদ্দিন লাল, মুরব্বী নাজিম উদ্দিন, জালাল উদ্দিন, আফসা মিয়া, জিয়াউল হক, জমসিদ মিয়া, আবুল হোসেন, মেম্বার ফরিদ মিয়া, মেম্বার কাছা মিয়া, মুরব্বী রাজা মিয়া, মাস্টার আব্দুল হান্নান, আব্দুল করিম, আমিনুর রহমান, শাহবুদ্দিন মিয়া, জেলা যুব লীগ নেতা রেজাউল রহমান মোস্তাক, ব্যবসায়ী মাছুম আহমদ, শাহিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মোঃ আব্দুস সালাম।

আরো বক্তব্য রাখেন পরিষদের সাবেক সহ সভাপতি আল আমিন, যুগ্ম সম্পাদক, আবু তালেব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি শাহনুর ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক ফজল আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক নেফাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, ক্রীড়া সম্পাদক জয়নুদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক নজমুল হোসেন, অর্থ সম্পাদক তায়েফ আজাদ, সাবেক অর্থ সম্পাদক রাসেল আহমদ প্রচার সম্পাদক মুহিব মিয়া সহ পরিষদের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী খেলায় সদরের এম আর জি কিংস টুকেরবাজার, সাদিপুর স্কাই স্টার একাদশ দলকে ৩-১ গোলে পরাজিত করেছে। বিগত ২০১৫সন থেকে টুকেরবাজারের বৃহত্তর সংগঠন ৯টি গ্রাম সমন্বয়ে “টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ” এই মাঠে খেলা পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হয় টুর্ণামেন্টটির। ৩২টি দল এবারও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারআপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ। খেলা শেষে বিজয়ী দলের হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন পুরস্কারদাতা রাজা মিয়া সহ অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল