বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্থ খালপার প্রিমিয়ার লীগ (কে.পি.এল) টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্থ খালপার প্রিমিয়ার লীগ (কে.পি.এল) টুর্ণামেন্টের উদ্বোধন

সিলেটের দিনকাল ডেস্ক:
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্থ খালপার প্রিমিয়ার লীগ (কে.পি.এল) টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলায় ১নং মোল্লার গাঁও ইউনিয়নের খিত্তা খালপার গ্রামে খালপার জাগরণী জনকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ খালপার প্রিমিয়ার লীগ (কে.পি.এল) সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে গ্রামের দক্ষিণের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী লিয়াকত আলী।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন খালপার গ্রামের বিশিষ্ট মুরব্বি আশিক মিয়া, সুমন আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, শেখ রুহুল আমিন যুক্তরাজ্য প্রবাসী। আর উপস্থিত ছিলেন খালপার গ্রামের এনাম আহমদ, ফখরুল ইসলাম, লিপন আহমদ, রাবেল আহমদ, মঞ্জুর আহমদ, মুরাদ আহমদ প্রমুখ।

চতুর্থ খালপার প্রিমিয়ার লীগ এ প্রথম ম্যাচে মুখোমুখি হয় খালপার হ্যারিকেন বনাম খালপার স্ট্রাইকার্স। টসে জিতে খালপার হ্যারিকেন প্রথমে ব্যাট করার সিন্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ১৬ ওভারে তারা ১৬৪ রান করে ৪ উইকেট হারিয়ে। দলের পক্ষে ফাহাদ ৬০ রান মিরাজ ৪৩ রান করেন৷ খালপার স্ট্রাইকার্স এর পক্ষে ২ উইকেট নেন ফরহাদ। জবাবে ১৬৫ রানের টার্গেট এ ব্যাট করে খালপার স্ট্রাইকার্স। এহসান ৩০ রান ও সুমন আহমদ ৫৩ রান এর দুর্দান্ত ব্যাটিং শৈলিতে ১ উইকেট হাতে রেখে ৪ বল আগেই সে রান টপকে যায় খালপার স্ট্রাইকার্স। আজকের খেলায় অসাধারন ব্যাটিং পারফরমেন্সের ভিত্তিতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খালপার স্ট্রাইকার্স এর সুমন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল