প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক:
বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে কাহালু রেলস্টেশনে লালমনিহাটগামী ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার সাগাটিয়া গ্রামের হারিজ উদ্দিনের স্ত্রী ফেলানি বেগম (৫২) ও ছেলে রাজা বাবু (২৭)। রাজা বাবু মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় পুলিশ।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী ছেলে রাজা বাবু মায়ের সঙ্গে অভিমান করে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় কাহালু লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে মা ফেলানি ছেলেকে বাঁচাতে যায়। এতে লালমনিহাটগামী ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল