২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ছিলেন ৩৫৮ পরীক্ষার্থী। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেটে ৫৮ কেন্দ্রে ৩৪ হাজার ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ১৫১ জন উপস্থিত হন। অনুপস্থিত ছিলেন ১৩৪ জন। হবিগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ১৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ১৯ হাজার ১৩৩ জন উপস্থিত হন এবং অনুপস্থিত ছিলেন ৬৫ জন। মৌলভীবাজার জেলায় ২৬ কেন্দ্রে ১৯ হাজার ১৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হন ১৯ হাজার ১৩০ জন। অনুপস্থিত ছিলেন ৬৩ জন। সুনামগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৪৫৪ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত থেকেছেন ৯৬ জন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D