কাউন্সিলর আজাদ কাপে শেষ হলো ৮ ম্যাচ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

কাউন্সিলর আজাদ কাপে শেষ হলো ৮ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:
কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অষ্টম দিনের খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ৮টি ম্যাচ। হাজারো দর্শক উপভোগ করেন প্রতিটি ম্যাচের খেলা।

দিনের প্রথম খেলায় ইউনিক ব্রাদার্স সালুটিকরকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে জয়লাভ করে তেলিরাই কিংস দক্ষিন সুরমা। দ্বিতীয় খেলায় জালালী ফাইটার্স দরগামহল্লাকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে সিলেট ইয়ুথ মুভমেন্ট ক্লাব। তৃতীয় খেলায় প্রজাপতি যুবসংঘ খাদিমপাড়াকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে রওশন ফাইটার্স রায়নগর। চতুর্থ খেলায় সাকের এফসি মেজরটিলাকে ৫-০ গোলে হারিয়ে জয়লাভ করে এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের দল ৮৯ ফোর্স সিলেট। পঞ্চম খেলায় বেলাল এফসি জগন্নাথপুরকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে গাছবাড়ী স্পোর্টিং। ষষ্ঠ খেলায় জালালনগর ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে এনাম ফাইটার্স শাপলাবাগ। সপ্তম ম্যাচে ইমন ফাইটার্স পিরেরবাজারকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে ওসমানিনগর ফাইটার্স এবং শেষ ম্যাচে বিয়ানিবাজার একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে হাটখোলা সূর্যদয় একাদশ বাদাঘাট।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক আবদুল লতিফ নুতন, নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স, সাধারন সম্পাদক বদরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুরাদ আহমদ মুরন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজির উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারান সম্পাদক আবির হাসান রানা, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার সেলিম বক্কর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রবর্তক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক।

খেলায় রেফারিংয়ের দায়িত্বে ছিলেন আক্কাস উদ্দিন আক্কাই, আজাদুর রহমান চঞ্চল, ইমরাজ আহমদ ও খালেদ আহমদ। ধারাভাষ্যে ছিলেন জেলা ধারাভাষ্য সমিতির সাধারন সম্পাদক কামরান হোসেন, শামসুল ইসলাম শিপু ও রাজ্জাক আহমদ। টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করেছে সিলেটের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকস।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল