শ্রীমঙ্গলে কালভার্ট থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

শ্রীমঙ্গলে কালভার্ট থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবারের শ্রীমঙ্গলে মটরসাইকেল দূর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা যায় বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানীর বর্মাছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে নির্মানাধীন কালভার্টের নিচে পরে গিয়ে সাইকেল আরোহী বর্মাছড়ার পশ্চিম পাড়ার রবন কর্মকারের ছেলে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বৃহষ্পতিবার সকালে লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা রাতে সনাতন কর্মকার বর্মাছড়া নিজ বাড়ী থেকে সাইকেল যোগে শশ্বর বাড়ী উদনা ছড়া যাচ্ছিলেন। পথিমধ্যে নির্মানাধীন একটি কালভার্টে এসে দূর্ঘটনায় পতিত হয়।

এই কালভার্টে কোন লাল ঝান্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা ছিল না। ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে সাইকেল চালিয়ে গেলে নির্মানাধীন ব্রীজের নিচে রড শরীরে বিদ্ব হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে এলাকাবাসী ধারনা করছেন। এদিকে সকালে ব্রিজের নির্মাণ শ্রমিকরা কাজে আসলে সাইকেলসহ মৃত দেখতে পান।