বড়লেখায় টিলাকাটা বন্ধে অভিযান: ট্রাক্টর চালকের কারাদন্ড

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

বড়লেখায় টিলাকাটা বন্ধে অভিযান: ট্রাক্টর চালকের কারাদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক পাহাড়-টিলা কাটা বন্ধের জন্য ইউএনও মো. শামীম আল ইমরান গত বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালান। বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া গ্রামে টিলা কাটার সময় হাতে নাতে এক ট্রাক্টর চালককে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত চালকের নাম জামিল আহমদ (৩৮)। সে নান্দুয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে।

জানা গেছে, বড়লেখার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু ব্যক্তিরা নির্বিচারে পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছে। অবৈধভাবে টিলা কাটায় ঘটছে নানা প্রাকৃতিক বিপর্যয়। গত বুধবার গোপনে ইউএনও মো. শামীম আল ইমরান উপজেলার হাকাইতি, কাশেমনগর, ছোটলেখা, বোবারথল, নান্দুয়া, করমপুর, কুমারশাইল এলাকায় টিলা ধংসকারীদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে টিলাখেকোরা ট্রাক-ট্রাক্টর নিয়ে সটকে পড়ে। নান্দুয়া গ্রামে একটি প্রাকৃতিক টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয় ট্রাক্টর চালক জামিল আহমদকে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বড়লেখার ইউএনও মো. শামীম আল ইমরান জানান, বিভিন্ন স্থানে টিলা কাটার গোপন সংবাদ পেয়ে তিনি অভিযান চালান। একজনকে আটক করে কারাদন্ড দিয়েছেন। অন্যান্য স্থানে পৌঁছার আগেই টিলা খোকোরা পালিয়ে যায়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।