২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
দেশে সফরকালে সহকর্মীদের টানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান কুলাউড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল (৮ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে স্বুনাম অর্জনকারী গনমাধ্যমকর্মী সাংবাদিক মাহফুজ আদনান তাঁর বক্তব্যে বলেন, এখন দেশ অনেক এগিয়ে গেছে। সবার হাতে হাতে স্মার্ট ফোনের মাধ্যমে ব্যবহার করছেন ইন্টারনেট।
এছাড়াও বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় বদলে গেছে সাংবাদিকতার ধরনও। মানুষের হাতে হাতে স্মার্ট ফোন থাকায় সাধারণ জনগনের এখন অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বেড়েছে। তাৎক্ষনিক সংবাদ পেতে সাধারণ জনগনের কাছে পত্রিকার চেয়ে অনলাইনের সংবাদ পৌঁছে যাচ্ছে দ্রুত। তাই বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রেসক্লাব কুলাউড়ার সহ সভাপতি মানুজুরুল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, সাংবাদিক সমিতির সিনিঃ সহ সভাপতি আলাউদ্দিন কবির, সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, নির্বাহী সদস্য এস আলম সুমন, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, টাইমস টিভির বিশেষ প্রতিনিধি তারেক হাসান, অনলাইন গণমাধ্যম কুলাউড়া সংবাদের সহ সম্পাদক ইমদাদুল ইসলাম, অনলাইন পোর্টাল জিবি বার্তার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম জুয়েল, অনলাইন গণমাধ্যম নতুন সংবাদের বার্তা সম্পাদক আল ফেরদাউস প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগ নেতা রাহাত সারওয়ার জনি, সাবেক ছাত্রনেতা সারওয়ার আলম সিপন।
উল্লেখ্য, কুলাউড়ার কৃতি সন্তান মাহফুজ আদনান ইংরেজি দৈনিক নিউনেশনের সাবেক সিলেট প্রতিনিধি, বাংলাদেশ বেতার সিলেটের সংবাদ অনুবাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য পদে দায়িত্বপালন করেছেন। বর্তমানে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বপালনের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে দেশের বাহিরে বাংলাদেশের স্বুনাম অর্জনে ভূমিকা রাখছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D