২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কস্থ আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারে মধ্যে বিশুদ্ধ পানীয় জলের সুযোগ প্রদান হয়েছে। মৌলভীবাজার শহরস্থ সাবিয়া (নদীর পাড়) এলাকায় আরশ আলীর বাড়ীর কাছে গভীর নলকুপ স্থাপন করে ৩২টি পরিবারের মধ্যে সুপ্রিয় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার গভীর নলকুপের পানি বন্টন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বিশিস্ট মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ। পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সংস্থার সভাপতি মো. শাহজাহান ভুইয়া, মৌলভীবাজার প্রেস ক্লাবে সভাপতি আব্দুল হামিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধাভোগিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আরশ আলী, রিপন মিয়ার, শাহ আলী, দিলদার মিয়া, ঝুমা বেগম, পারভিন বেগম, পারুল বেগম, রাহেলা বেগম, সায়েদা বেগম প্রমুখ।
উপস্থিত সুবিধাভোগিরা জানান বিশুদ্ধ পানির সুযোগ পেয়ে সবাই খুশি। সুবিধা ভোগি সরুফা বেগম (৭৫) জানান এতদিন ধরে আমরা মনু নদীর পানি পান করতাম এখন আল্লাহ রহমতে আমাদের সুপ্রিয় পানি ব্যবস্থা পেযে খুব খুশি। পারুল আক্তার (৪৬) জানান বিশুদ্ধ পানি অভাবে আমরা অসুবিধা ভোগ করছিলাম। এতদিন নদীর পানি পান করতাম। এই বিশুদ্ধ পানির জন্য আমাদের অনেক সুবিধা হবে। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী জানান, আমাদের প্রতিষ্ঠান মুলত: মানবতার সেবায় নিয়োজিত, যতদিন সংস্থাটি থাকবে ততদিন মানবের কল্যানে নিয়োজিত থাকবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D