কুলাউড়ায় “দৈনিক আমার সংবাদের” ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

কুলাউড়ায় “দৈনিক আমার সংবাদের” ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি:
সাহসিকতার সাথে সাত পেরিয়ে আটে এই স্লোগানকে সামনে রেখে কেক কাটা ও র‍্যালির মধ্য দিয়ে কুলাউড়ায় “দৈনিক আমার সংবাদের” প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে শহরে পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত র‍্যালি প্রদক্ষিন হয়।

পত্রিকাটির কুলাউড়া উপজেলা প্রতিনিধি এইচডি রুবেলের আমন্ত্রনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইয়ারদৌস হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সম্পাদক মন্ডলীর সদস্য খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজামান সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, গণমাধ্যম সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মুক্তাদির হোসেন, কুলাউড়া ব্রডকাস্টিং অনলাইন চ্যানেল কেবিসির বার্তা সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল বারি সুহেল, টাইমস টিভির বিশেষ প্রতিনিধি তারেক হাসান, কাতার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন,দৈনিক আজকাল পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সুমন আহমদ,দৈনিক মাতৃছায়া জেলা প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মুরশেদ আলম ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু প্রমূখ।