কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর শহরের দক্ষিণবাজারের সেবা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসানসহ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মেয়াদউত্তীর্ণ ঔষুধ সংরক্ষণের দায়ে এই জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।