২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
সিএসই সোসাইটির আয়োজনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইসিটি ফেস্ট 2020 এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন কনটেস্ট প্রোগ্রামে। দু-দিনের এ ওয়ার্কশপ পরিচালনা করেন এনোসিসের সিসটেম এ্যাডমিনিস্ট্রেটর তিতাস সরকার।
দু-দিনের এ প্রোগ্রামের প্রথম দিন ঢাকা এনোসিস সলিউশনের সিসটেম এ্যাডমিনিস্ট্রেটর তিতাস সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয় ওয়ার্কশপ অন নেটওয়ার্ক কনফিগারেশন ইউসিং মাইক্রোটিক রাউটার। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে গেইমিং এবং আইসিটি কুইজ সম্পন্ন হয়। প্রোগ্রামের দ্বিতীয় দিন হেকাতন, প্রোজেক্ট শোকেচিং এবং প্রোগ্রামিং কন্টেস্ট শুধু মাত্র সিএসই বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।কনটেস্ট শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমপানী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এস.আই.ইউ এর কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেষ ঘোষ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যলয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল আউয়াল আনাসারী, উক্ত প্রোগ্রামের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খালেদ হোসেন, সহকারী অধ্যাপক সুশান্ত আচার্যি, সিনিয়র প্রভাষক মো: আব্দুল্লাহ রাজিব ও সিনিয়র প্রভাষক এম.এ.জি আসিফ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর মো: মনির উদ্দিন বলেন, বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তির যুগ। শিক্ষাথীরা তথ্যপ্রযুক্তির কলাকৌশল জেনে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যলয়ের সুনাম ছড়াবে, তিনি সিএসই বিভাগের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ল্যাব সুবিধা বাড়ানোর বাজেট প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি বক্তব্যে প্রফেসর ঋষিকেশ ঘোষ বলেন, সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্নের জন্য বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারীকে ধন্যবাদ জানান ও এস.আই.ইউ আইসিটি ফেস্ট 2020 অনুষ্ঠান অয়োজনে সকলের আন্তরিক প্রচেষ্ঠার জন্য সিএসই সোসাইটির সকল সদস্যকে অভিনন্দন জানান। সেই সাথে এ ধরণের প্রতিযোগিতামূল অনুষ্ঠান আয়োজনের এই ধারা অব্যাহত রাখারা উপর গুরুত্বারোপ করেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D