আবারও ক্লোজড কুলাউড়া থানার এসআই দিদার

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

আবারও ক্লোজড কুলাউড়া থানার এসআই দিদার

কুলাউড়া সংবাদদাতা:
আবারও প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এসআই দিদার উল্লাহকে। একটি মাদক মামলার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। দিদারের বিরুদ্ধে ঘুষ ও গ্রেফতার বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে ঘুষ ও গ্রেফতার বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে ২০১৬ সালে তাকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে কমলগঞ্জ থানায় বদলি করা হলে ২০১৮ সালের শেষের দিকে কুলাউড়া থানায় উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি।