১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
সিলেটের দিনকাল ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রেলওয়ের যে পরিত্যক্ত রোপওয়ে রয়েছে, তা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আনা হবে। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। আজ বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘সিলেটের যে রোপওয়ে, যা আগে পাথরের কাজে লাগতো। এই প্রজেক্ট এখন তাদের নেই। আমি (রেল মন্ত্রণালয়ের) মন্ত্রীর সাথে আলাপ করবো। এটাকে যাতে ট্যুরিজমের আওতায় এনে আমাদের ট্যুরিজমকে আরো প্রমোট করা যায়, সে বিষয়ে চেষ্টা করবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেটের পর্যটন নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে।’
প্রসঙ্গত, ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) হচ্ছে একটি ঐতিহাসিক স্থাপনা। ষাটের দশকে ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় ১১ মাইল দীর্ঘ রোপওয়ে নির্মাণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D