সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
অনলাইন ডেস্ক:
তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা করতে নারী ও শিশুদের জন্য নতুন ‘অ্যাপ’ চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কোনো স্থানে বিপদে পড়লে মোবাইল ফোনের একটি বাটন চাপ দিলেই যাতে ভুক্তভোগীর আশপাশে অবস্থান করা পুলিশ তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে সেজন্য এ ব্যবস্থা বলে জানান তিনি। গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচল সংলগ্ন একটি পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বনভোজনে অংশ নিয়ে জাবেদ পাটোয়ারী এ কথা জানান।
আইজিপি বলেন, নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় ‘অ্যাপ’টি কিছুদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এই ‘অ্যাপ’টি ছড়িয়ে দেওয়া হবে সারাদেশে। যদিও দুই বছর আগে চালু হওয়া জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ পর্যন্ত ৫৮ লাখ ভুক্তভোগীকে সেবা দিয়েছে।
আইজিপি বলেন, যেকোনো অপরাধের পেছনে পুলিশ যেমন ছোটে, তেমনি অপরাধ বিটের প্রতিবেদকেরাও ছোটেন সংবাদ সংগ্রহের জন্য। সব সময়ই পুলিশের সঙ্গে কাজের মিল রয়েছে অপরাধবিষয়ক প্রতিবেদকদের। পুলিশের বিভিন্ন ইউনিটে গণমাধ্যম শাখা আছে, যাতে অপরাধবিষয়ক প্রতিবেদকদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। পুলিশের গণমাধ্যম ইউনিট শক্তিশালী হলে সাংবাদিকরা সঠিক খবর ছাপতে পারেন। এ জন্য সাংবাদিকদের বলা হয় জাতির দর্পণ।
পুলিশকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান জানিয়ে আইজিপি বলেন, পুলিশকে জনমুখী করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের ভুল ধরিয়ে দিলে এতে গঠনমূলক পরিবর্তন আনা যায়। থানাকে মানুষের আস্থা ও জনবান্ধব করার চেষ্টা অব্যাহত আছে।
এছাড়া বনভোজনে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। এছাড়া র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও বনভোজনে এসেছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি