২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
স্পোর্টস ডেস্কঃ
মিরপুর টেস্টে অর্ধশতক স্পর্শ করার আগেই ফিরে গেছেন তামিম ইকবাল। নামের পাশে ৪১ রান যোগ করে চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান টাইগার এই ওপেনার। তবে সাজঘরে ফিরে যাওয়ার আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তামিম ইকবাল ছুঁয়েছেন ১৩ হাজার রানের মাইলফলক। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামার আগেই তামিমের দ্বারে ছিল এই রেকর্ডের হাতছানি। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে ৬৮৯২, টি-টোয়েন্টিতে ১৭১৭ এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে টেস্টে তামিমের রান ছিল ৪৩৬৪। আর তিন ফরম্যাট মিলিয়ে তামিমের মোট রান ছিল ১২৯৭৩ অর্থাৎ ১৩ হাজারের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২৭ রান।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে চার্লটন শুমাকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান ১৩ হাজার রানের ক্লাবে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই ক্রিকেট ইতিহাসেরও ৫০তম সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। তিন ফরম্যাট মিলিয়ে ৫০তম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল।
ক্যারিয়ারের ৩৪১তম ম্যাচের ৩৯৪তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। তামিমের পর বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট রান ১১ হাজার ৭৫২ রান আর মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের তিন ফরম্যাট মিলিয়ে মোট সংগ্রহ ১১ হাজার ৫৭৫ রান (জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে পর্যন্ত)।
২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্টে অর্ধশতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। এরপর পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেললেও সেখানে তার ব্যাট থেকে সর্বোচ্চ আসে মাত্র ৩৪।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D