২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
কুমিল্লার মুরাদনগরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সকাল ১০টার দিকে উপজেলার দাররা ইউনিয়নের পায়ব গ্রামে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার কাচারকান্দী গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ও সিএনজি অটোরিকশার চালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচ পুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও একই গ্রামের আব্দুল মান্নান (৬৫)। আহত হয়েছে পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২)। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পায়ব এলাকার একটি ব্রিজের পাশে সকাল ১০টার দিকে পান্নারপুল থেকে আসা ট্রাক ও পাচপুকুরিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। বাকি চারজন মারা যান হাসপাতালে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D