বাড়িতে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিল মেয়ে

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

বাড়িতে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিল মেয়ে

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের সদরপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে চোখের জলে এসএসসি পরীক্ষায় অংশ নিল বীথি নামে এক পরীক্ষার্থী। রবিবার সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম বীথি আক্তার। সে উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বীথি।

বীথির বাড়িতে স্বজনদের শোকের মাতম। আর বাবার লাশ দাফনের প্রস্তুতির মধ্যেও শোকাহত বীথি বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়ার রাজারচর কাঠতলা মোড় এলাকার বাসিন্দা আনোয়ার আলী (৫০) গতকাল সকালে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুরের দিকে তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়।

আনোয়ার আলীর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে সেজ মেয়ে বীথি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে স্বজনেরা দোটানায় পড়েছিলেন। তবে বীথি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দেয় সে।

পরীক্ষা শেষে বাড়ি ফিরলেই বাবার দাফনের কাজ শেষ হবে। বীথির বাবা একজন কৃষক। বাবার স্বপ্ন ছিল যত কষ্টই হোক মেয়েকে উচ্চ শিক্ষিত করা। পারিবারিকভাবে অস্বচ্ছল হলেও মেয়েকে পড়ালেখা করতে উৎসাহ দিতেন আনোয়ার। বাবার প্রবল ইচ্ছার জোরেই বীথি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

বীথি আক্তার জানান, বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন, আমি যেন পড়ালেখা করে অনেক বড় হয়। বাবার ভালোবাসা এবং স্বপ্নের জন্যই আমার পরীক্ষা দেওয়া। কিন্তু পরীক্ষার হলে এক অন্য চিত্র। সেখানে কাঁদতে কাঁদতে বীথি খাতায় লিখছে। আর সঙ্গে সঙ্গে তার সহপাঠীরাও কাঁদছে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, ‘বাবাকে হারানো যেকোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও বীথি বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিয়েছে। আমরা তাকে যতটা সম্ভব সহযোগিতা করেছি।

সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, বীথি পরীক্ষা দিতে কেন্দ্রে আসার পর আমরা তার বাবার মৃত্যুর খবর জানতে পেরেছি। আমরা তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দিতে উৎসাহ দিয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল