কুলাউড়ায় টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কুলাউড়ায় টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নে ১৬ দলের অংশগ্রহণে কাপ এন্ড কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুলাউড়া সদর ইউনিয়ন স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত বাগাজুড়া খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও সংগঠক সাইফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সভাপতি রুমেল আহমদ, সাধারণ সম্পাদক শিপন আহমদ, মাহিনুর রহমান মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আজাদ খাঁন, ক্রীড়া সংগঠক ইমরান খান তুহিন, কাতার প্রবাসী রাসেল আহমদ, ক্রীড়া সংগঠক সায়েকুর রহমান রাজু।

উদ্বোধনী খেলায় সকালে প্রগতিশীল স্পোটিং ক্লাব বনাম উদীয়মান স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। ১৭ রানে জয়লাভ করে উদীয়মান স্পোটিং ক্লাব আলালপুর। বিকেলে মুক্ত বাংলা স্পোটিং ক্লাব বনাম নতুনকুঁড়ি স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। ৪৪ রানে জয়লাভ করে মুক্ত বাংলা স্পোটিং ক্লাব।