২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ক্র্যাচ কার্ড বিক্রি করে নিরীহ মানুষের কাছ থেকে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিগত ৩ মাস থেকে এ প্রতারক চক্র দরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। গত মঙ্গলবার কুলাউড়ার ইউএনও অভিযান চালান কিন্তু এর আগে রাতের আধারে সবকিছু নিয়ে উধাও ডিকে এন্টারপ্রাইজ নামের প্রতারক প্রতিষ্ঠান।
কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ জানান, ডিকে এন্টারপ্রাইজের নামে ইউনিয়নের নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অফিস নিয়ে প্রতারক এই প্রতিষ্ঠান। একটি স্ক্রেচ কার্ড বাজারে ছেড়েছে তারা। যার বাজার মূল্য ২শত টাকা। সেই স্ক্রেচকার্ডের ডিকে এন্টারপ্রাইজের হেড অফিস সুন্দরবন স্কায়ার মার্কেট, গুলিস্থান, ঢাকা-১০০০ লেখা রয়েছে। সেই স্ক্র্যাচ কার্ডে ১৯, ২০, ২২, ২৪ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি, সেলাই মেশিন, মোটর সাইকেল ও মোবাইল জিতে নেয়ার লোভনীয় বিজ্ঞাপন দেয়া আছে। কার্ডে রেজি নং হিসেবে সি-০৮৮ লেখা আছে। বাস্তবে এই ধরনের স্ক্র্যাচ কার্ড বিক্রির বৈধতা নেই বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, ২০০ টাকার স্ক্রেচকার্ডে কোন স্ক্রেচ করার সুযোগ নেই। আগে থেকেই লেখা থাকে ওয়াল এলইডি টিভি ২০ ইঞ্চি বা একটি মাইক্রো ওয়েভেন। এজন্য দরিদ্র মানুষকে আর অতিরিক্ত ৬ হাজার ৫ শত গুনতে হবে। অথচ এই দামের চেয়ে কম দামে বাজারে টিভি কিংবা মাইক্রো ওয়েভেন কিনতে পাওয়া যায়। এসব পন্যের লোভ দেখিয়ে শুধু রাউৎগাঁও ইউনিয়ন নয় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকেও টাকা নেয়া হয়েছে। প্রতারক চক্রের দেয়া সেই কার্ডের মেয়াদ মাত্র একমাস।
এ বিষয়ে রাউৎগাঁও ইউনিয়নের মানুষ এধরনের প্রতারণার ঘটনায় ক্ষুব্দ হয়ে উঠলে ডিকে এন্টারপ্রাইজের কার্ডে দেয়া দায়িত্বশীল ব্যক্তির মোবাইল নাম্বার (০১৩০৬-৭৭৫৪৬৯) রোববার থেকে বন্ধ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ডিকে এন্টাপ্রাইজের অফিসে অভিযান চালিয়েছিলাম। কিন্তু তার আগেই সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D