মৌলভীবাজারে মশার লার্ভা ধ্বংস শুরু

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

মৌলভীবাজারে মশার লার্ভা ধ্বংস শুরু

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে মশার বংশ বিস্তার রোধে লার্ভা ধ্বংস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় পৌরসভার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান। এসময় পুরসভার কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।