আগামীকাল রতুলীবাজার বণিক সমিতির নির্বাচন, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

আগামীকাল রতুলীবাজার বণিক সমিতির নির্বাচন, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলীবাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পোস্টার-ব্যানারে ভরপুর পুরো বাজার। মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্ধের পর থেকেই বাজার জুড়েই এ নির্বাচনকে কেন্দ্র করে বইছে উৎসবের আমেজ। পূর্ব ঘোষনা অনুযায়ী বণিক সমিতির নির্বাচন আগামীকাল শুক্রবার (২৮ফেব্রুযারী) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট প্রহন চলবে।

এই নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ২ জন,সহ সাধারন সম্পাদক পদে ৫ জন, কোষাধক্ষ্য পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন ও সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাজার বণিক সমিতির নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, সভাপতি পদে, আব্দুর রাজ্জাক (দেয়াল ঘড়ি), মাতাব উদ্দিন ( ছাতা), রিয়াজ উদ্দিন আহমেদ বাবুল ( আনারস), আনোয়ারুল ইসলাম সাজু (দোয়াত কলম)। সহ-সভাপতি পদে, আব্দুর রহমান ( চেয়ার), সজল রুদ্র পাল ( টিউবওয়েল)। সাধারণ সম্পাদক পদে, মো. ছায়দুল হক (মাছ), শাহীদুর রহমান সাইদুল (ফুটবল)। সহ-সাধারণ সম্পাদক পদে, আব্দুল আলী (বাইসাইকেল), নিজাম উদ্দিন (মুরগ), রিয়াজ উদ্দিন (কলস), আছাদ উদ্দিন (ডাব), সাইদুল ইসলাম (ঘুড়ি)। কোষাধ্যক্ষ পদে, আজিজুর রহমান (টিয়া পাখি), আকিবুল ইসলাম (হাত পাখা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে, আব্দুল মনাফ (রিক্সা), কবির আহমদ (মোটরসাইকেল)। দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম (বাঘ), আশিক হোসেন (কাপ পিরিচ)। সদস্য পদপ্রার্থী নেকবর আলী (হরিণ), জালাল উদ্দিন বাদাই (অটো রিক্সা), জসিম উদ্দিন (হাতী), ফয়েজ উদ্দিন বটলাই (মোমবাতি), সিদ্দিকুর রহমান (লাটিম) ও জমির উদ্দিন (কবুতর) মার্কা নিয়ে একে ওপরের নিজ নিজ পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার সাহেদুল ইসলাম সুমন এ প্রতিনিধিকে জানান, ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোট নিয়ে কোন শঙ্কা নেই। আশা করছি, নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।