বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের ফ্রি খৎনা ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের ফ্রি খৎনা ক্যাম্প সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি খৎনা ক্যাম্প গত ২৮ ফেব্রুারি শুক্রবার সকালে হেতিমগঞ্জের সবুজ কুড়ি শিশু বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সদস্য আব্দুল মুহিত জুলফিকার মুর্শেদের সভাপতিত্বে ও সদস্য সাইয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত শরীফ, মিথন, তানিম, সায়েফ, সাকেল, মেনন, মাহিন, হোসেন, রায়হান, তোফায়েল, ইমরান, ছাব্বির, নাজিম, শাফি, রাসেল, জুয়েল, মিনহাজ, সাকিল, রাসিক, সৃন্ত, হুমায়ুন, জুবেল, ফাহিম, ওমর, রুমেল, সাব্বির, রায়হান, রুমেল, লাহিন, রাসেল, ফয়জুর, সাদিক, লামিম, রামিম, সামাদ, বৃন্ত, মাহদি, জীবন, নয়ন, হাবিল, মনো সহ বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের ৫০ জন সদস্য। ফ্রি খৎনা ক্যাম্পে ২৫ জন গরীব শিশুকে খৎনা কারানো হয়। তাদেরকে ফ্রি ঔষধ, ব্যবস্থাপত্র, লুঙ্গি, গেঞ্জি, ফুডস প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর হেতিমগঞ্জের কৃতি সন্তান ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত তিন প্রবাসী দেশের বাইরে থেকেও দরিদ্র অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার লক্ষ্যে এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় এলাকবাসীর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা বলেন, বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সদস্যবৃন্দের ঐক্যবদ্ধ কার্যক্রমে প্রশংসা করে বলেন, যুব সমাজ দেশের চালিকা শক্তি। তারা ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে অপরাধ নির্মূলের পাশাপাশি সমাজের উন্নয়ন তরান্বিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল