প্রথম ওয়ানডেতে ৫ পরিবর্তন টাইগার একাদশে

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

প্রথম ওয়ানডেতে ৫ পরিবর্তন টাইগার একাদশে

স্পোর্টস ডেস্কঃঃ 

একাদশে একগাদা পরিবর্তন অনুমেয়ই ছিলো। ঠিক সাত মাস আগে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে ম্যাচে খেলা চার ক্রিকেটার যে এবারের সিরিজের স্কোয়াডেই নেই। ফলে তাদের চারজনের বদলে আসবেন অন্য চারজন, তা অবধারিতই ছিলো।

সঙ্গে যোগ হলো সে ম্যাচের পেসার শফিউল ইসলামের বাদ পড়া। সবমিলিয়ে সাত মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে পাঁচটি পরিবর্তন বাংলাদেশের একাদশে। দলের নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিন ইনজুরিতে পড়ায় সে সিরিজে ছিলেন না মাশরাফি, আগের দুই ম্যাচ খেলেও শেষ ম্যাচে জায়গা হারিয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ছিলেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

ঘরের মাঠের সিরিজে ফিরেছেন এ তিনজনই। মূলত এ তিন পেসারই আজ  সিরিজের প্রথম ম্যাচে থাকছেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে। এছাড়া ব্যাটিং লাইনআপে সবশেষ ম্যাচের ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় লিটন দাস এবং তিন নম্বরে খেলা সৌম্য সরকারের বদলে এসেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত।

একইভাবে পরিবর্তনের ছড়াছড়ি জিম্বাবুয়ে একাদশেও। গত বছরের জুলাইয়ে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন এনেছে তারা। অভিষেক হয়েছে স্পিনিং অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরের। একাদশে নেই দুই নির্ভরযোগ্য খেলোয়াড় শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:  চামু চিবাবা (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভের, ক্রিস্টোফার পফু, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল মুম্বা এবং সিকান্দার রাজা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল