রক্ষণাত্মক ব্যাটিংয়ের পর আউট তামিম

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

রক্ষণাত্মক ব্যাটিংয়ের পর আউট তামিম

স্পোর্টস ডেস্কঃঃ

তামিম ইকবাল তার সহজাত ব্যাটিং ছেড়েছেন অনেক দিন। সেই ‘বুমবুম তামিম’কে এখন দেখাই যায় না বলতে গেলে। যদিও তরুণ সঙ্গী ওপেনারদের জন্যই নিজের সেই আগ্রাসী ব্যাটিংকে বিসজর্ন দিয়েছেন তিনি, তবে দিন শেষে রান পাওয়াটাই বড় কথা। তামিম কিন্তু ধরণ বদলে মোটেই সফল হচ্ছেন না।

গত ৬ ওয়ানডেতে তার কোনো ফিফটি নেই। ফিফটি পেলেন না এবারও। সবগুলো ইনিংসেই স্ট্রাইকরেট একশর নিচে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ  মাত্র ৫৫.৮১ স্ট্রাইকরেটে ২৪ রান করেছেন এই বাঁহাতি।

অতি রক্ষণাত্মক খেলতে গিয়ে আউট হয়েছেন মাদেভেরের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে। রিভিউ অবশ্য নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। ব্যর্থতার রাস্তা বড় করেই ফিরেছেন সাজঘরে।

যদিও লিটন দাসের সঙ্গে তার ওপেনিং জুটিটি খারাপ ছিল না। ১২.৫ ওভারে তারা যোগ করেন ৬০ রান। কিন্তু তাতে লিটনের অবদানই বেশি। তামিম শুধু খেলেই গেছেন, রানের দিকে মনোযোগ ছিল না।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৬১। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন ৩৬ বলে ৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল