বিদেশ গমন উপলক্ষে যুবদল নেতা আলী আহমদ হিরা’কে সংবর্ধনা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

বিদেশ গমন উপলক্ষে যুবদল নেতা আলী আহমদ হিরা’কে সংবর্ধনা

সদ্য বিলুপ্ত সিলেট জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমদ হিরা’র যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাত ৯ টায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ।

যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপি নেতা সাব্বির আহমদ, আলমগীর কবির মুন্না, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বিরুদ্ধে কাজ করছে, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশনেত্রীকে আটকিয়ে রেখে জনগণকে মিথ্যা মামলায় দিয়ে নির্যাতন করে, হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ত্যাগ স্বীকারের মানসিকতায় রাজপথের আন্দোলন সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করে রাজপথে এসে এই মিডনাইট সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা আব্দুল মজিদ, আব্দুল মুকিত সুমেল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ডাঃ সাইদুল ইসলাম, আমির হোসেন, আব্দুস সাহিদ, আজহার চৌধুরী, শিপন চন্দ, এহসান রেজা চৌধুরী, আব্দুর রহিম, জুনেদ আহমদ, আব্দুল মন্নান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল