শ্রীমঙ্গলে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না ৫ দিন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

শ্রীমঙ্গলে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না ৫ দিন

মৌলভীবাজার সংবাদদাতা:
রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ঘণ্টা করে মোট ৫দিন পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে করে বাড়বে জনদুর্ভোগ। স্থবির হয়ে পড়বে নানান প্রতিষ্ঠানের কর্মতৎপরতা। চলতি মার্চ মাসের শুরুর দিকে প্রায় ৫০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (মৌপবিস) সূত্রে এ খবর পাওয়া গেছে।

মৌপবিস সূত্র আরও জানায়, শহরের মৌলভীবাজার রোডের এক পাশে ৩৩ কেভি মেগওয়াট নতুন লাইনটি স্থাপনের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট। তবে নির্দিষ্ট সময়ের মধ্য নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও সংযোগের কাজ শেষ না হলে অতিরিক্ত আরও কিছু দিন লাগতে পারে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রক্ষণাবেক্ষণ বিভাগের জ্যেষ্ঠ প্রকৌশলী নগেন্দ্রনাথ বলেন, আগামী ২ ও ৩ মার্চ (সোমবার ও মঙ্গলবার) তারপর ৭ ও ৮ মার্চ (শনিবার ও রোববার) এবং ১২ মার্চ (বৃহস্পতিবার) নতুন বৈদ্যুতিক লাইন স্থাপনের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন না করতে পারলে বর্ষামৌসুম শুরু হয়ে গেলে তখন কাজগুলো করা সম্ভব হবে না। এই কয়েকদিন সাময়িক অসুবিধার জন্য এ কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকগণকে ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করেন।