মৌলভীবাজারে প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

মৌলভীবাজারে প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটের দিনকাল ডেস্ক:

লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে আজ দুপুরে মৌলভীবাজার পৌর জন্মদিন কেন্দ্র-এ স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার লিড ব্যাংক হিসাবে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর আয়োজন করে।

দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরী করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরী করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে উঠায়ই এই কর্মসূচীর মূল লক্ষ। দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অফ রিটেইল ব্যাংকিং ডিভিশন শামিম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাবা নাজিয়া শিরিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, সোনালী ব্যাংকের এজিএম খালেদ মোঃ ফরহাদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রিমিয়ার ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকের মৌলভীবাজার শাখার প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার প্রধান বিমলেন্দু চৌধুরী।

অনুষ্ঠানে মুজিব শতবর্ষ উদযাপনকে সম্মান জানিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীদেরকে বঙ্গবন্ধু আত্মজীবনী মূলক বই কারাগারের রোজনামচা উপহার দেওয়া হয়। এই স্কুল ব্যাংকিং কনফারেন্সে মৌলভীবাজার জেলার ৪০টি স্কুল এবং প্রায় তিনশত শিক্ষাথী ও ৮০ শিক্ষক অংশগ্রহণ করে।