জিএম কাদের এর সাথে সিলেট জেলা জাপা’র আহবায়ক কমিটি’র মতবিনিয়ম

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

জিএম কাদের এর সাথে সিলেট জেলা জাপা’র আহবায়ক কমিটি’র মতবিনিয়ম

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (গোলাম মুহাম্মদ কাদের) এর সাথে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির মতবিনিময় গত ১লা মার্চ রবিবার বেলা ১২টায় বনানীর চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান জনতার বন্ধু জিএম কাদের সিলেটের তৃণমূল নেতাকর্মীর খোজখবর নেয়াসহ সাংগঠনিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এসময় সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যরা দলীয় বিষয়ে তাদের অবস্থান দলীয় প্রধানকে অবহিত করেন। তিনিও সাবেক রাষ্টপতি হোসাইন মুহাম্মদ এরশাদ এর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় মার্চের মাঝামাঝিতে সিলেটে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা জাপার আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান চৌধুরী রূপা, যুগ্ম আহবায়ক সুফি মাহমুদ, নাজমুল ইসলাম,হেলাল আহমদ লস্কর, সদস্য সচিব আহসান হাবিব মঈন, সদস্য মামুনুর রশীদ মামুন, সিরাজ মিয়া, আব্দুল হক শিকদার, আসাদুজ্জামান জুম্মান, সাজিদ আলী, জাকির হোসেন সানা মিয়া, হাসান সাজ্জাদ, হোসেন ও মামুন আহমদ প্রমুখ। মতবিনিময়কালে চেয়ারম্যানকে সিলেট জেলা পার্টির আহবায়ক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল