২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলা মানুষকে মাদকের মরণনেশা থেকে দূরে রাখে। তাছাড়া খেলাধুলা যুবকদের বিভিন্ন অপরাধজনিত কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষকে বিনোদনের পাশাপাশি মাদক, ইভটিজিং সহ নানা অপকর্ম থেকে দুরে রাখে এবং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে সহায়তা করে। মাদক একটি মরণ নেশা,এই নেশায় যুব তরুণ সমাজ নষ্ট হচ্ছে। মাদকের মরণ ছোবলে এ দেশের তরুণরা অকালে প্রাণ হারাচ্ছে।পরিবারকে এ বিষয়ে আরো বেশী সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ, সতেজ ও সবল রাখে। মনকে রাখে প্রফুল্ল, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতিও মনোনিবেশ করা উচিত। কারণ খেলাধুলার মাধ্যমে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করা সম্ভব। খেলাধুলায় অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়া যায়। আজকের এ প্রতিভাবান ছেলেরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করলে এ উপজেলা থেকে একদিন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাত সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। তাই খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতি গুরুত্ব দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি শরীর মনকে চাঙ্গা রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।
নিয়মিত খেলাধুলা স্বাস্থ্যের জন্য যেমন উপকার করে তেমনি একজন ভালো খেলোয়াড় বহির্বিশ্বে নিজের ও নিজ দেশের সুনাম বৃদ্ধি করে। জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রাম বাসীর আয়োজনে নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনালে বিশেষ অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। শনিবার ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলা কহাইগড় গ্রামবাসীর উদ্যোগে হযরত শাহজালাল রঃ ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন মাটে আয়োজিত নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলায় সিরাজ উদ্দিন তেরা মিয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি ছিলেন রফিক আহমেদ, আব্দুল হাসিম,সেলাল আহমদ,কামরুজ্জামান চৌধুরী, ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কামরান আহমেদ, সেলিম,শাহিন ফেরদৌস,সাহেদ নাবিল,জুনেদ আহমদ,সাহেদ আহমদ,আতাউর, আব্দুল মন্না, রেজোয়ান, জাকারিয়া, আতাউর রহমান খেলায় কে এফ কহাইগড় কে পরাজিত করে আলোর দিশারী রামেশ্ব ও মঈনুল তাজুল( হরিপুর) কে পরাজিত করে কোওর বাজার গোয়াইনঘাট) ফাইনাল নিশ্চিত করে,আগামী সাপ্তাহে ফাইনাল সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D