২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
স্পোর্টস ডেস্কঃঃ
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডের জন্য মিল রেখে শেষ ম্যাচ খেলানো হবে- এমন ভাবনায় তখন দেয়া হয়নি তৃতীয় ওয়ানডের স্কোয়াড।
তবে আজ (মঙ্গলবার) সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শেষ ম্যাচের স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে একাদশে থাকবেন পাকিস্তান সফরের জন্য সম্ভাব্য খেলোয়াড়রাই। আর তাদের বাছাই করা হবে বর্তমান স্কোয়াডে থাকা ১৫ জনের মধ্য থেকেই।
যেহেতু পাকিস্তান সফরে যাবেন না মুশফিক, তাই শেষ ম্যাচের একাদশে তার থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নান্নু। কেননা টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা হলো, শেষ ম্যাচের একাদশে তাদেরই নেয়া হবে, যারা খেলবেন পাকিস্তান সফরের ওয়ানডেতে।
তবে স্কোয়াডের সঙ্গে সিলেটেই থাকবেন মুশফিক। কেতাবি ভাষায়, তাকে দেয়া হবে বিশ্রাম। নান্নু বলেন, ‘আজকে যদি সিরিজ জিতে যাই, তাহলে (মুশফিক) শেষ ম্যাচে থাকবে না। কারণ আমরা চাচ্ছি যে, এপ্রিলের ৩ তারিখে পাকিস্তানে যে ওয়ানডেটা আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যাতে দল সাজানো যায়।’
স্কোয়াডে যে নতুন কাউকে ডাকা হবে না, সেটিও পরিষ্কার করে বলে দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘নতুন কাউকে সুযোগ নয়। আমরা টিম ম্যানেজম্যান্টের সাথে বসে পরিকল্পনা করেছি যে, যেহেতু পাকিস্তানে একটা ওয়ানডে আছে; তাই জিম্বাবুয়ের সাথে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে শেষ ম্যাচের জন্য পাকিস্তানে যে দলটা খেলবে, সেই এগারোজনকে খেলানোর চিন্তাভাবনা করছি।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D