২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
মৌলভীবাজার সংবাদদাতা:
সত্য প্রকাশে নির্ভীক এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি সংগঠক মোহাম্মদ মিসবাউর রহমান এনাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় বক্তারা গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে মতামত পোষণ করেন।
মিসবাউর রহমান এনাম সম্প্রতি সংক্ষিপ্ত সফরকালে গতকাল সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও নিজস্ব প্রতিবেদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি সংগঠক মোহাম্মদ মিসবাউর রহমান এনাম বক্তব্যে বলেন, সাংবাদিকের লেখনীর মাধ্যমে সমাজ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তথ্যবহুল সংবাদ প্রকাশ করে জনগণের সুখ দুঃখের কথা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন সীমান্তের ডাক পত্রিকা কোন রাজনৈতিক দলের নয়, মেয়র, চেয়ারম্যান হওয়ার কোন স্বপ্ন আমার নেই। সীমান্তের ডাক পত্রিকাটি প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য সমাজের বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে মানুষের মনের ভাষা প্রকাশ করা। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি ও সীমান্তের ডাকের প্রধান প্রতিবেদক মো. মোক্তাদির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি মইনুর রহমান সুয়েব, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ সম্পাদক সাইদুল হাসান সিপন, টাইমস টিভির বিশেষ প্রতিনিধি তারেক হাসান, সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার শাকির আহমদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, অনলাইন জার্নালিস্ট স্যোসাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, খোলাকাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সীমান্তের ডাকের নিজস্ব প্রতিবেদক এনামুল আলম, কুলাউড়ার সংলাপের স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান ও সুমন আহমদ, দৈনিক অধিকার কুলাউড়া প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী অনি, সংবাদকর্মী আশরাফুল ইসলাম জুয়েল।
উল্লেখ্য, কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক মিসবাউর রহমান এনামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মতবিনিময় সভার প্রধান অতিথিসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মী।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D