মৌলভীবাজার অগ্নিকান্ডে স্বজনহারা পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

মৌলভীবাজার অগ্নিকান্ডে স্বজনহারা পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বজনরা পেল প্রধানমন্ত্রীর ২ লক্ষ টাকার সহায়তা। বুধবার (৪ মার্চ ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। চেকটি গ্রহণ করেন পিংকি দাস এবং তার কাকা মনা রায়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েবসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মৌলভীবাজারে শহরের পশ্চিমবাজারে জুতার দোকান-পিংকি স্টোরে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হন।