লিটন–তামিমের ব্যাটে হাসছে বাংলাদেশ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

লিটন–তামিমের ব্যাটে হাসছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
টসে জিতে ব্যাটিং না নিয়ে কেন বোলিং বেছে নিলেন, জিম্বাবুয়ের অধিনায়ক শন অরভিনের নিশ্চয়ই এমন কথা মনে হচ্ছে। ব্যাটিং পেয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার এ মুহূর্তে রীতিমতো চড়াও জিম্বাবুইয়ান বোলারদের ওপর। ফিফটি পেয়ে গেছেন দুজনই। খুব আরাম করে খেলেই এ মুহূর্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩৬। খেলা হয়েছে ২৭ ওভার।

লিটন তামিমের আগেই তুলে নেন ফিফটি। এ প্রতিবেদন লেখার সময় ৮৮ বলে ৭৩ করে অপরাজিত তিনি। ১০টা বাউন্ডারি মেরেছেন। প্রতিটিই দেখার মতো। উইকেটের চারদিকে খেলছেন অবলীলায়। তাঁর ব্যাটিংয়ের সৌন্দর্যে মুগ্ধ সিলেট স্টেডিয়াম। তামিম ৭৩ বলে ৬৩ করে অপরাজিত। মেরেছেন ৩টি করে বাউন্ডারি ও ছক্কা। আগের ম্যাচে ১৫৮ রানের বড় ইনিংস খেলার আত্মবিশ্বাস নিয়ে তামিম আজ অনেকটাই মারকুটে।

দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুশফিক থাকবেন না এই ম্যাচে, আগেই জানা গিয়েছিল। গত ম্যাচে আঙুলের চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। দুজনের কেউই এই ম্যাচ খেলছেন না। দুজনের জায়গায় অভিষেক ঘটছে আগে টি-টোয়েন্টি খেলা দুই তরুণের— আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম। ওদিকে বাদ পড়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। বাবা অসুস্থ, যে কারণে আজ খেলছেন না শফিউল, তাঁর জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ওদিকে আল-আমিনের পরিবর্তে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। গত ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, রেজিস চাকাভা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্রেন্ডন টেলর, টিনোটেন্ডা মুতুম্বোজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন শুমা

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল