মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ 

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন চৌধুরী এর সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক (আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অফিস) রাইয়ান চৌধুরী চৈতি’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মঞ্জুশ্রী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস প্রমূখ।

এছাড়াও উপজেলা নারী উন্নয়ন সংস্থা, জয়িতাবৃন্দ, কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।