কুলাউড়ায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

কুলাউড়ায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি ::

মাস্কের মূল্যবৃদ্ধি প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত মাস্কের মূল্যবৃদ্ধি করলে এই অভিযান চালান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে শহরের উত্তর বাজারের এমআর সিটি মার্কেটের জেন্স এন্ড ফিডস কর্নার দোকানের মালিক আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা এবং ফুটপাতের দোকানি ইমাদ হোসেনকে এক হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও এসআই রহিমসহ অনেকে।