২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
দরিদ্র পরিবারের মেয়ে নাছিমা বেগম (২৩)। প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য শশুড়বাড়ির লোকজন কর্তৃক তাঁর ওপর চলতো অমানবিক নির্যাতন। এ নিয়ে স্থানীয়ভাবে চলছিলো অনেক সালিশ বৈঠক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বরং সবকিছু ছেড়ে নির্যাতনের শিকার হয়ে অবশেষে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে। মঙ্গলবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যু হয় গৃহবধু নাছিমা বেগম।
এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বশুড়- শ্বাশুড়ীসহ ৪ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। পলাতক রয়েছে গৃহবধুর স্বামী জুয়েল মিয়া।
থানায় দায়েরকৃত অভিযোগ ও নিহত গৃহবধুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে নাছিমা বেগমের সাথে একই ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের তৈয়ব আলীর ছেলে জুয়েল মিয়ার বিয়ে হয় প্রায় ৩ বছর পূর্বে। বিয়ের পর থেকে শ্বশুড়বাড়ির লোকজন প্রায়শই যৌতুকের টাকার জন্য তাঁর ওপর অমানবিক নির্যাতন চালাতো। দুই লক্ষ টাকা যৌতুকের বায়না ছিল সবসময়ই।
এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলে কিছুদিন ভালভাবে চলছিলো তাদের সংসার। কিন্তুু এরপর আবারো যৌতুকের দুই লক্ষ টাকার জন্য চলে শারীরিক নির্যাতন। নাছিমার পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করে। তখন স্বামী জুয়েল মিয়া ও তাঁর পরিবার তেলেবেগুনে জ্বলে ওঠেন। যৌতুকের টাকা না পাওয়া প্রচন্ড ক্ষোভে ৮ মার্চ মধ্যরাতে বসত বাড়িতে তার ওপর চলে অমানুষিক নির্যাতন ও অত্যাচার। নাছিমার তলপেঠে লাথি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে ঘর থেকে বের করে শশুড়বাড়ির লোকজন এবং হুমকি প্রদান করে যে, যৌতুকের টাকা না দিলে তাকে নিয়ে সংসার করবে না স্বামী জুয়েল।
ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে শুনে নাছিমার বাবার বাড়ির লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে মঙ্গলবার ফের তাঁর ওপর নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থান মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় গৃহবধু নাছিমার মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই নাছিমা বেগমের বড়ভাই মনসুর আলী ৬ জন আসামী করে থানায় একটি হত্যা মামলা (নং ০৫, তারিখ- ১১/০৩/২০) দায়ের করেন। মামলা দায়েরের পর ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী ও নিহত গৃহবধুর শ্বশুড় তৈয়ব আলী, দেবর আসুক মিয়া, শ্বাশুড়ী আমেনা বেগম ও খালাশ্বাশুড়ী ছমিনা বেগমকে আটক করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করলে ৪জনকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D