১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০
হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে ’করোনা ভাইরাস আতঙ্ক নয় প্রতিরোধই প্রতিকার’ শীর্ষক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে সচেতনামূলক আলোচনা সভায় এইচআরএমও এর চেয়ারপার্সন এ্যাডভোকেট মাহমুদা আক্তার এর সভাপতিত্বে ও এইচআরএমও এর মহাসচিব ফজলুল হকের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলাপমেন্ট সোসাইটির সভাপতি ডাঃ তানজীবা রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এইচ আর এমও এর পরিচালক (আর্থিক) নাজমুল করিম, এইচ আর এমও পরিচালক (তদন্ত) মো: জিয়াউল হাসান, এইচ আর এমও পরিচালক (এ্যাডমিন) ডা: সেলিমা সৌরভী, এইচ আর এমও সিলেট বিভাগীয় সভাপতি মো: আরিফুর রহমান, তথ্য প্রযুক্তিবিদ ও বিশিষ্ট সাংবাদিক জসিম উদ্দিন জয়।
সচেতনামূলক সভায় বক্তারা বলেন- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে কি ভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে ভাবাব উচিত। করোনা থেকে বাচতে তারা বিভিন্ন দিকনির্দেশনা দেন। কেউ আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না। চিকিৎসায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন। এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন। করমর্দন থেকে বিরত থাকবেন। নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। টাকা আদান-প্রদানের পর সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুয়ে নিতে হবে। বাহিরে থেকে বাসায় ফিরার পরে কোন কিছু স্পর্শ করার আগে হাত-মুখ ভালো করে পরিস্কার করে নিতে হবে। সম্ভব হলে সাবান দিয়ে গোসল করে নিবেন। খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন। সম্ভব হলে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকুন। যতোটা সম্ভব জনসমাগম আপাতত এড়িয়ে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্র কমিটির সকল কার্যনির্বাহী ও সাধারন সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D