মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সালাম, সম্পাদক পান্না

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সালাম, সম্পাদক পান্না

মৌলভীবাজার প্রতিনিধি: 
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২১ ভোট পেয়ে পদে এম এ সালাম সভাপতি পদে এবং ২২ ভোট পেয়ে পান্না দত্ত সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন। গত শনিবার প্রেসক্লাবের নির্বাচনে বিকাল ২ টা থেকে ৪টা পর্যন্ত ভোট প্রয়োগ করেন ৪০ জন ভোটার। বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনার এড. আব্দিল মছব্বির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে আশোক কুমার দাস (২১ ভোট) ও নুরুল ইসলাম শেফুল (২৫ ভোট), যুগ্ম সম্পাদক সৈয়দ বয়তুল আলী (২২ ভোট) ও এস এম মেহেদী (১৯ ভোট), কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান (২৪ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে সিহাব (২৩ ভোট), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (২৩ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এ কাকন (২২ ভোট), এবং কার্যকরী সদস্য পদে শ.ই সরকার জবলু (২৪ ভোট), নুরুল ইসলাম (২৫ ভোট), পার্থ সারথি পাল (২৪ ভোট) ও মামুনুর রশীদ মহসিন (২৫ ভোট), জসিম উদ্দিন (২৯ ভোট) জয় লাভ করেছেন।