ভয়াবহ অগ্নিকান্ডে মসজিদ পুড়ে ছাই

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

ভয়াবহ অগ্নিকান্ডে মসজিদ পুড়ে ছাই

সিলেটের দিনকাল ডেস্ক:
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মসজিদটি সম্পূর্ণ পুড়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কবিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো.আলতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পৌনে তিনটার দিকে হঠাৎ করে কলেজ মসজিদে আগুন জ্বলতে দেখেন তারা। তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন।

আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদের ভিতরে থাকা আইপিএস, আলমেরীসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো জামিল মিয়া জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে, মসজিদের পিছনের শুকনো পাতাতে কেউ হইতো সিগারেটের আগুন ফেলার কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিটও হতে পারে।