হোম কোয়ারেন্টাইন না মানায় মৌলভীবাজারে ৩ প্রবাসীকে জরিমানা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

হোম কোয়ারেন্টাইন না মানায় মৌলভীবাজারে ৩ প্রবাসীকে জরিমানা

অনলাইন ডেস্ক: হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় মৌলভীবাজারে তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফেরা এসব প্রবাসীদেরকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, সরকার ঘোষিত কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারেন্টাইন লঙ্ঘন করবেন না। মৌলভীবাজারে জেলায় এ পর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে বেশীর বেশির ভাগই বিদেশ ফেরত, এদের মধ্যে কয়েকজন নিকট আত্মীয় ও রয়েছেন যারা তাদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভিড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারী নির্দেশনা মেনে চলুন।