২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
কমলগঞ্জ প্রতিনিধি: প্রচুর পরিমাণে বিভিন্ন মূল্যমানের রাজস্ব ও জাল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের সিল ও ব্যবহৃত ১৯টি ডেবিট কার্ডসহ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ এ ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের আলী আহমদের ছেলে কামাল আহমেদ (৩৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটায় শমশেরনগর রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, এ এস আই শওকত মাহফুজ ও এ এস আই হাকিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল উদ্দিনকে আটক করে। আটকের পর তার ব্যবহৃত ব্যাগ থেকে ১০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের জাল বেশ কিছু রাজস্ব স্ট্যাম্প, ৫০ টাকা মূল্যমানের ৩০টি স্ট্যাম্প ও ১০০ টাকা মূল্যমানের ১০৮টি জাল স্ট্যাম্প, ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১৯টি ডেবিট কার্ড, ব্যাংক চালান, বিভিন্ন ব্যাংক শাখার নামীয় ৬০ টি রাভার স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই ও ১০টি কার্টিজ পেপার উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩ লাখ টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। সম্ভবত সে কম দামে এসব স্ট্যাম্প ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে। আটক কামালকে আরও জিজ্ঞাসাবাদ শেষে রাতে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হবে ও আইনানুগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিদর্শক অরুপ কুমার জানান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D